নীতিকণা/শুষ্ক তরু ও লতা
< নীতিকণা
(পৃ. ১৯-২০)
শুষ্ক তরু ও লতা
সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুজাল বিস্তার করিয়া,
আশে পাশে শুষ্ক বৃক্ষে জড়া’য়ে ধরিয়া,
নাচাইয়া, ধীরে ধীরে, রক্তিম পাতায়,
দেখ, দেখ, লতা ঐ কত শোভা পায়।
পূর্ব্বে যবে, এই লতা হয়ে অঙ্কুরিত,
দিন দিন, বিটপীর আশ্রয়ে বাড়িত,
প্রখর রবির কর হ’তে, সে সময়ে,
রক্ষিত হইত সেই বৃক্ষের আশ্রয়ে।
সেই উপকার যেন করিয়া স্মরণ,
ঝড় বৃষ্টি হ’তে বৃক্ষে করিছে রক্ষণ।
এইরূপে তব কেহ করে উপকার,
তাহা যেন থাকে মনে সতত তোমার।
অসময়ে তারো তুমি কোরো উপকার,
তা হ’লে, তোমার হ’বে আনন্দ অপার।
সকলে তোমায় মিলে প্রশংসা করিবে,
ঈশ্বর তোমার প্রতি সদয় হইবে।