নীতিকণা

শ্রীনারায়ণচন্দ্র বিদ্যারত্ন প্রণীত।

কলিকাতা

২৫ নং সুকিয়াস্ ষ্ট্রীট্,
কলিকাতা লাইব্রেরি হইতে প্রকাশিত।
১লা জানুয়ারী ১৮৯৬।


Two Annas. মূল্য দুই আনা।



বিজ্ঞাপন।

ইংরেজী পদ্যগ্রন্থ অবলম্বনে নীতিকণা লিখিত হইয়াছে। এ বিষয়ে এই আমার প্রথম উদ্যম। কবিতাগুলি সরল ও সহজবোধ্য করিবার জন্য বিশিষ্টরূপ চেষ্টা করিয়াছি; কত দূর কৃতকার্য্য হইয়াছি বলিতে পারি না ইতি।

কলিকাতা।
বিদ্যাসাগর বাটী
১৮ই পৌষ, ১৩০২।

 
শ্রীনারায়ণচন্দ্র শর্ম্মা

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত বলে অনুমান করা হচ্ছে কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।

বিঃদ্রঃ এই লেখা/রচনা/বইয়ের লেখকের মৃত্যুসাল কোনও তথ্যসূত্র দ্বারা প্রতিষ্ঠিত নয়। ভবিষ্যতে কোনো তথ্যসূত্র দ্বারা লেখকের মৃত্যুসাল সংক্রান্ত তথ্য প্রকাশে এলে, এই লেখকের রচনার প্রকৃত কপিরাইট অবস্থা যাচাই করা সম্ভব হবে। নতুন তথ্য অনুসারে এই বইটির কপিরাইট অবস্থা ভবিষ্যতে বিচার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনের অন্তর্গত কারণ এই লেখাটি ১লা জানুয়ারি ১৯২৯ সালের আগে প্রকাশিত। এই লেখাটি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইরে কপিরাইটেড হতে পারে। (বিস্তারিত জানার জন্য এই সাহায্য পাতা দেখুন)।