নীতিকণা/আকাঙ্ক্ষা
< নীতিকণা
(পৃ. ২০-২১)
আকাঙ্ক্ষা
জ্ঞানের অমূল্য খনি করিতে খনন,
পরিশ্রমে কাতর না হব কদাচন।
বিদ্যার আলোকে তায় প্রবেশ করিব,
অবিলম্বে মহামূল্য রতন পাইব।
নৃপতি মুকুটস্থিত উজ্জ্বল রতন,
জ্ঞান-রতনের সম নহে কদাচন।
কর্ত্তব্য সাধিতে সদা হ’ব অগ্রসর,
ধর্ম্মের সরল পথে র’ব নিরন্তর।
সুকাজ করিব সদা হ’য়ে যত্নবান্,
তা হ’লে এ ধরা হ’বে স্বর্গের সমান।
আত্মীয় স্বজনগণে কভু না ছাড়িব।
কদাপি জনম-স্থান ত্যাগ না করিব,
জনম-ভূমির তরে করিয়া সমর,
বিসর্জ্জিতে ধন-প্রাণ হ’ব না কাতর।
তাহার উন্নতি তরে যতন করিব,
তাহ’লে কীর্ত্তির উচ্চ শৈলে আরোহিব।
স্বদেশের ইতিহাসে র’বে মোর নাম,
তাহ’লে হইবে মোর পূর্ণ মনস্কাম।