সুখ পঞ্চক
(গান)
(১)

মম যৌবন আজি এসেছে রে ফিরে জীবনের তীরে, মরি রে!
নব বাসন্ত কুসুম কান্ত, হাসিছে কানন ভরি রে।
কিসলয়-তলে তুলিছে মুকুল,
বুকে পরিমল চাপায়ে;
গাহিয়ে আবার গাহিতে ব্যাকুল
পাখীরা, কুঞ্জ ছাপায়ে।
আজি সরস, সচল, দীপ্ত চিত্ত, অবশ্য আমি যত নাহি রে।
পুরানো বাসনা পড়েছে ঝরিয়া
নতুন পাতার নিশ্বাসে;
গিয়াছে জীণ জরা ত মারিয়া—
অমৃত প্রতির বিশ্বাসে।
মলিন কান্তি উজলি’ কিরণ, ঝলকে আমার শরীরে।
অধীর কণ্ঠ, উল্লাসে গায়
সঙ্গীতে সুখ কাঁপায়ে;
অধীর চিন্তু উৎসাহে ধায়,—
(ওগো) পড়িবে কোথা সে ঝাঁপায়ে?
আমি প্রীতির বক্ষে কুসুমের মত পড়ি সুগন্ধে ঝারি রে।