সুসমাচার।


বোধি দ্রুম-তলে মুক্ত শুদ্ধ
দেব অমিতাভ অমৃত বুদ্ধ।
নর-হিত তরে উদিল ধর্ম্ম,
লুকানো মন্ত্রে বেদ নাই!
বলি, হোম, যাগ, দূরে পড়ে থাক্‌;
অনলে, সমিধে, মেধ নাই।




দ্বিজ বা শূদ্র সাধু বা পতিত,
কি পুরুষ নারী, এসগো ত্বরিত;
পরহিতে সাধ পরম কর্ম্ম,—
পুণ্য আনিবে বেদনা-ই।
করি’ প্রাণদান পাবে নব প্রাণ,
প্রীতি বন্ধনে ছেদ নাই।

আকাশের মত অসীম উদার,
নির্ব্বাণ-পথে সম অধিকার।
শুনি সমাচার, তৃপ্ত কর্ণ:—
নরে নরে কোন ভেদ নাই;
ব্যাধি, জরা, দুখ, মরণ, আসুক-—
খেদ নাই, তাহে খেদ নাই