পত্রাবলী (১৯১২-১৯৩২)/১২০

শরৎচন্দ্র বসুকে লিখিত

১২০
ইনসিন জেল
১৩।৪।২৭
বুধবার

পরম পূজনীয় মেজদাদা,

 গভর্নমেণ্টের প্রস্তাবের যে উত্তর আমি ১১ই এপ্রিল সোমবার দিয়াছি উহার কপি এই পত্রের সঙ্গে পাঠাইলাম। সোমবার দিন বিকালে কলিকাতার Intelligence বিভাগ মারফৎ আপনাকে নিম্নলিখিত তারটি পাঠাইয়াছি।

“আপনার ৮ তারিখের তার পাইয়াছি। আজ গভর্নমেণ্টকে জানাইয়াছি যে, প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এ সম্বন্ধে আলোচনার জন্য এখন সাক্ষাতের প্রয়োজন হইবে না বোধহয়।”

 আজকের ডাক ধরিতে গেলে সময় আর বেশী নাই। অধিক আর কিছু লিখিলাম না। আশা করি সকলে ভাল আছেন।

ইতি—

আপনার চিরস্নেহাধীন

সুভাষ

 গভর্নমেণ্টের প্রস্তাবের উত্তর সঙ্গে দিয়াছি।

শ্রীযুক্ত এস সি বসু
৩৮।১ এলগিন রোড
কলিকাতা

(ইংরাজী হইতে অনূদিত)