পত্রাবলী (১৯১২-১৯৩২)/৭৮
(পৃ. ১৫১-১৫২)
৭৮
পরবর্ত্তী দুইখানি পত্র শরৎচন্দ্র বসুকে লিখিত
মান্দালয় সেণ্ট্রাল জেল
১৭।৭।২৫
পরম পূজনীয় মেজদাদা,
দীর্ঘদিন আপনার পত্র না পাইয়া উদ্বিগ্ন বােধ করিতেছি। * * আশঙ্কা হইতেছে যে, আপনার পত্র এখানে আটক করা হইতেছে। * * *
প্রায় ১০ দিন পূর্ব্বে মিসেস দাশের নিকট একটি যুক্ত শোকবার্ত্তা আমরা পাঠাইয়াছিলাম। এ অবস্থায় উত্তর দেওয়া তাঁহার পক্ষে সম্ভব হইবে এ আশা আমি করি না, আর উত্তর দিবার মত মানসিক অবস্থা না থাকিলে ঐ কষ্ট করারও এখন কোনও প্রয়োজন নাই। শুধু একটি কথা জানিতে ইচ্ছা হয়, উহা তাঁহার নিকট পৌঁছিয়াছে কিনা। * * *
স্যার তামানি ব্যানার্জীর বই “A Nation in Making” সবে মাত্র পাইয়াছি। ইহা পড়িয়া আনন্দ পাওয়া যাইবে বোধ হইতেছে।
* * *
ইতি—
আপনার স্নেহের
(ইংরাজী হইতে অনূদিত)