পত্রাবলী (১৯১২-১৯৩২)/৭৯
পরম পূজনীয় মেজদাদা,
দীর্ঘদিন পরে আপনার পত্র পাইয়া খুবই আনন্দিত হইয়াছি। আপনাদের সকলের সংবাদ জানিবার জন্য আপনার নিকট একটি তার করিব ঠিক করিয়াছিলাম।
আপনাকে কিরূপ ব্যস্ত থাকিতে হয় তাহা আমি জানি; তাই আমার মনে হয় আপনার সময়াভাব হইলে আর কাহাকেও আমার কাছে পত্র দিবার জন্য আপনার বলা উচিত।
* * *
না, দেশবন্ধুর মৃত্যু-সংবাদ সংক্রান্ত কোনও তার আমি পাই নাই। আপনার ১৫।৭।২৫ তারিখের যে পত্রে আপনি ঐ বিষয়ে উল্লেখ করিয়াছেন উহা না পাওয়া পর্য্যন্ত আমি জানিতেই পারি নাই যে এরূপ কোনও তার আমার নামে আসিয়াছিল। * *
* * *
* * হোমিওপ্যাথির উপর দেশবন্ধুর এরূপ গভীর বিশ্বাস ছিল যে অন্য কোনও চিকিৎসায় তাঁহাকে রাজী করানো যাইত না। যাহা হউক, শ্যামাদাস কবিরাজের ধারণা এই যে, তাঁহার বন্ধুবান্ধব এবং হিতৈষীরাই তাঁহাকে কবিরাজী চিকিৎসা করাইতে দেন নাই।
ফরোয়ার্ডের দেশবন্ধু সংখ্যা খুব ভাল হইয়াছে, এ সংবাদ আমি রেঙ্গুনের পত্রিকাগুলিতে পড়িয়াছি। অনুগ্রহ করিয়া চীফ সেক্রেটারীর নিকট এক কপি পাঠাইবেন যাহাতে উহা আমার নিকট পৌঁছে। এখানে আমাকে “ফরোয়ার্ড” দেওয়ার হুকুম নাই; তাই ঐ সংখ্যাটির জন্য বাঙ্গলা গভর্ণমেণ্টের বিশেষ অনুমতির প্রয়োজন হইবে।
ফরোয়ার্ডের সম্পাদকমণ্ডলীতে দেশবন্ধুর স্থলে কাহাকে মনোনীত করা হইয়াছে? আপনি উহাতে নূতন কোনও পদ গ্রহণ করিয়াছেন কি?
* * *
ভাল কথা, ফরোয়ার্ডের নূতন সম্পাদক কে হইয়াছেন—মিঃ পি. কে. চক্রবর্ত্তী কি?
মেয়রের নির্ব্বাচন সম্বন্ধে আমি কোনও কথা বলিতে চাই না। এ বিষয়ে যে সিদ্ধান্তই লওয়া হউক না কেন, ভোট দানের সময় ভারতীয় সদস্যগণ যে সত্য সত্যই একমত হইয়াছিলেন এজন্য আমি আনন্দিত।
হ্যাঁ, আই. জি. অব প্রিজন্স্ও তাঁহার নিজস্ব বিষয়ে গবেষণা চালাইতেছেন। Administration Report-এর বার্ষিক সংখ্যায় সম্প্রতি তাঁহার যে গবেষণামূলক প্রবন্ধটি প্রকাশিত হইয়াছে তাহা এই যে, দীর্ঘকাল কারাবাসের ফলে মানুষের স্বাস্থ্য ভাল হইয়া যায়। ইহা অপেক্ষা মৌলিক গবেষণা আর কি হইতে পারে?
* * *
আশা করি নানা কাজের চাপের মধ্যেও আপনি স্বাস্থ্যের প্রতি নজর দিতে ভুলিবেন না। অসুখ হওয়ার পূর্ব্বেই সাবধান হওয়া অনেক ভাল এবং শরীর একেবারে ভাঙ্গিয়া পড়িবার পূর্ব্বেই আপনি সেদিকে লক্ষ্য রাখিবেন। * *
* * *
আমি এবার বাঙ্গলা সাহিত্য লইয়া কিছু কিছু পড়াশুনা করিব ভাবিতেছি; কিন্তু বইপত্র এখানে কিছু নাই। গভর্ণমেণ্টের নিকট আবেদন করিয়াও কোনও ফল হইতেছে না, কেননা তারা অতি অল্পসংখ্যক বই-ই মঞ্জুর করিয়া থাকেন। আমি বুক কোম্পানীতে একটা অ্যাকাউণ্ট খুলিতে চাই যাহাতে সরাসরি তাঁহাদের নিকট অর্ডার দিয়া বই আনাইয়া লইতে পারি। কারামুক্তির পর আমি তাঁহাদের সব টাকা শোধ করিয়া দিব। দরকার হইলে সুদ দিতেও আমি প্রস্তুত আছি।
এখানে একটু একটু ঠাণ্ডা পড়িয়াছে এবং আগের চাইতে আমি একটু ভাল বোধ করিতেছি। আগস্ট মাস নাগাদ পরিষ্কার আবহাওয়ার মুখ দেখা যাইতে পারে। যদি শীত আসা পর্য্যন্ত এরূপ ঠাণ্ডা-ঠাণ্ডা ভাব থাকে তাহা হইলে পড়াশুনায় অধিক মনোনিবেশ করিতে পারিব আশা করি। আমার স্বাস্থ্যের বিষয়ে আপনি কোনও চিন্তা করিবেন না।
* * *
আপনার স্নেহের
(ইংরাজী হইতে অনূদিত)