পাতা আলাপ:বুদ্ধের জীবন ও বাণী.djvu/১৫

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৭ বছর পূর্বে "আমার জবাব" অনুচ্ছেদে

@Bodhisattwa:@Taheralmahdi: , আপনারা জানাবেন কি, পুরো পাতার তথ্য এই ভাবে অপসারন করে , খালি করে "লেখাবিহীন" করার কি কারন ছিল? কারন এতে সিস্টেমে ভুল তথ্য আসবে। কারন আমাদের তথ্য পাবার কোনো ভাল টুল নেই। আমাদের পক্ষে এতো ডিটেইলে পরিক্ষা করা সম্ভব নয় প্রতি পাতা। Jayantanth (আলাপ) ১৭:৪০, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার জবাব

সম্পাদনা

@Jayantanth: আমি বুদ্ধের জীবন ও বাণী গ্রন্থের ভূমিকার পাতাগুলোর বানান সংশোধন করেছি মাত্র। কিন্তু @Bodhisattwa: কোন অজ্ঞাত কারণে পাতার লেখা মুছে দিয়েছিলেন। এই বিষয়ে আমি গ্রন্থের নির্ঘণ্ট পাতার আলোচনায় জানতে চেয়েছি, কিন্তু কোন জবাব পাইনি। —তাহের আলমাহদী (আলাপ) ১৯:০৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Jayantanth, Taheralmahdi:, এতদিন ব্যস্ত থাকায় উত্তর দিতে দেরী হল। নির্ঘণ্টের আলাপ পাতা আমার চোখ এড়িয়ে গেছে কারণে সেখানে আমাকে পিং করা হয়নি। যাই হোক, আমার আলাপ পাতায় এই সংক্রান্ত উত্তর পাবেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"বুদ্ধের জীবন ও বাণী.djvu/১৫" পাতায় ফেরত যান।