জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৩০-৩২)
◄  
  ►

  1. খলের সুন্দর মতি নহে কদাচন।
  2. খাইতে আনিল মূলা, আপনারি হৈল শূলা।
  3. খাইতে বলিলে মারিতে ধায়।
    রাগীজনের ধন এইরূপে যায়॥
  4. খাওয়ায়ে পরায়ে রাখিলাম দাসী।
    কিন্তু সে হৈল পাড়া পড়সী॥
  5. খাঁদা নাকে তিলক পরা।
  6. খাঁদা নাকে নলক ঝুলানী।
  7. খাঁদা নাকে নথ নাইক গোদা পায়ে মল।
  8. খাঁদা পুতের নাম পদ্মলোচন।
  9. খা শত্রু পরে পরে।
  10. খাটভাঙ্গিলে ভূমি শয্যা।
  11. খাবার সময়ে কুঁড়ে পাথর।
  12. খায় দায় ভুলেনা, তত্ত্বকথা ছাড়ে না।
  13. খায় ধান, উছড়ে পিঠে।
  14. খায় না ধন সঞ্চয় করে। তার মুখে ছাই দিয়ে খায় লৈয়ে পরে।
  15. খিচুড়ি পাকিয়ে বস্‌লে।
  16. খুঁয়ে তাঁতি হৈয়ে কেন তসোরে হাত।
  17. খুঁয়ে তাঁতি বেয়াল্লিশ হাত।
  18. খুদ খাইতে মুখ নাই। কট্‌কে রাঙ্গাথোপ।
  19. খুদ পায় না মলুকারে কাঁদে।
  20. খুলিলে মনের দ্বার না লাগে কপাট।
  21. খেঁক শেয়ালী যুদ্ধের সময়ে বাঘ।
  22. খেতে পায়না পচা পুঁটী। হাতে পরে হিরার আংটি।
  23. খেদারে উঠন চসি।
    বা (খেদাই না তোর উঠান চষি)॥
  24. খেয়ে খেয়ে কুমীর হৈয়েছে।
  25. খেয়ায় কড়ি দিয়ে, ডুবে পার হওয়া।
  26. খেয়ে দেয়ে পেট হৈল উবু।
    সেলাম গো মল্লানি বুবু॥
  27. খৈয়ে বন্ধনে পড়া।
  28. খৈয়ে রাঁড়।
  29. খোঁজে খাঁজে চৌকিদারী।
  30. খোঁটার জোরে, মেড়া নড়ে।
  31. খোঁড়াকে খড়ম।
  32. খোঁড়ার পা খালেই পড়ে।
  33. খোদাকে কে দেখিয়াছে, তাঁর আক্কেলে চেনা যায়।
  34. খোষকে তৈল নাই, কলার বড়ায় সাধ।
  35. খোষ খবরের ঝুঁটা ভাল।