জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৩২-৩৭)
◄  
  ►

  1. গঙ্গা মরা এলেন না।
  2. গঙ্গায় সারি গাইলে গঙ্গা না হয় দুষ্ট।
    দুষ্টের গুণ গানে, দুষ্ট না হয় শিষ্ট॥
  3. গঙ্গার জল গঙ্গায় রহিল।
    পিতৃলোক উদ্ধার হইল॥
  4. গজ কচ্ছপী।
  5. গড়াতে চায় ঠাকুর, হৈয়ে বসে কুকুর।
  6. গণ্ডূর জল মাত্রেণ, সফরী ফর ফরায়তে।
  7. গতর থাকিলে ভাত কাপড়ের দুঃখ কি।
  8. গয়ার পাপ।
  9. গরজে ঢেলা বয়।
  10. গরু, জরু, ধান। দেখ বিদ্যমান।
  11. গরু তোরে বেচ্‌ব না, এখানেও ঘাস জল, সেখানেও ঘাস জল।
  12. গরু থাকিতে না বয় হাল।
    তার দুঃখ চিরকাল॥
  13. গরু মেরে জুতা দান।
  14. গরু মরিবে ধরিবে তুলে।
    মানুষ মরিবে ধরিবে চেপে॥
  15. গলা নাই গান গায়।
    মাগ নাই, শ্বশুর বাড়ি যায়॥
  16. গলাধঃকরণ হৈলে আর মনে থাকে না।
  17. গলায় আঙ্গুল দিয়া কাশ তোলা।
  18. গলায় গলায় পীরিত।
  19. গলায় পড়া বজায় সিদ্ধি।
    বিপদে যায় বুদ্ধি শুদ্ধি॥
  20. গাই নাই তো বলদ দোও।
  21. গাইতে গাইতে গান্‌, বাজাতে বাজাতে বাইন্‌।
  22. গাঁ নষ্ট কাণা, পুখুর নষ্ট পানা।
  23. গাঁ নাই তার সীমানা।
  24. গাঁ বড় তার মাঝের পাড়া।
  25. গাঁয়ে মানে না আপনি মড়ল।
  26. গাছ রামায়ণ শুন্‌তে বড় মিষ্ট।
  27. গাছে উঠাইতে অনেকে পারে।
    কিন্তু নামাইতে কেহ পারে না।
  28. গাছে উঠিলেই দুটা দেখায়।
  29. গাছে কাঁঠাল গোঁফে তেল।
  30. গাছে চড়াইয়া আছাড়।
  31. গাছে না উঠিতেই এক কান্দি।
  32. গাছের আম গাছে রইল।
    বোঁটা গেল খস্যে।
  33. গাছের চেয়ে ফল ভারি।
  34. গাছের পাড়, তলারও কুড়াও।
  35. গাছের ফল গাছকে ভারি নয়।
  36. গাজনে উঠ্‌লে বাপকে শালা বলে।
  37. গাধা পিটিয়ে ঘোড়া করা।
  38. গাধা, সকল বহিতে পারে, কেবল ভাতের কাঠি বহিতে পারে না।
  39. গাব তলায় যদি আম পাই। তবে আমতলায় কেন যাই।
  40. গায়ে উড়ে খড়ি, কলপ দেওয়া দাড়ি।
  41. গায়ে পড়া বজায় সিদ্ধি।
  42. গায়ে নাই রস, রান্ধে গণ্ডাদশ।
  43. গায়ের গন্ধে ভূত পালায়, মাথায় ফুলোল তেল।
    অথবা গায়ের গন্ধে ঘুম হয় না, মাথায় ফুলোল তেল।
  44. গালুয়ারকাছে মাল হারে।
  45. গিরের কড়িদিয়ে মদ খায়, লোকে বলে মাতাল।
  46. গিন্নি ভাঙ্গ্‌ল জাইড়, হৈল খান চাইর।
    বউ ভাঙ্গল মুচি, হৈল কুচি কুচি।
  47. গিন্নির পাপে গৃহস্থ নষ্ট।
  48. গুড়, অন্ধকারেও মিষ্ট লাগে।
  49. গুণ নাই, জ্ঞান নাই, পাপিষ্ঠাম সার।
  50. গুণে গেঁথে বরা পাগ্‌লা।
  51. গুণে পালান দিতে নাই।
  52. গুণের মধ্যে চোখ্‌ ঠারা।
  53. গুয়ে বলে গোবরা দাদা, মানুষের নামকি বনমালী।
  54. গুরু ঘাঁটায়ে বিদ্যা পায়।
    আর, মূর্খ ঘাঁটায়ে মার খায়॥
  55. গুরু মারা বিদ্যা।
  56. গুরুর কথা না শুনে কাণে।
    প্রাণ যায় তার হড়্‌কা টানে।
  57. গেঁয়ে যোগী ভিক্‌ পায়না।
  58. গেড়ের ব্যাং কি স্বর্গ দেখে।
  59. গোঁফ্‌খেজুরে।
  60. গোঁফে আঁটা মুখে তৈল।
  61. গোঁয়ারের মরণ, গাছের আগায়।
  62. গোজন্ম ঘুচে গন্ধর্ব্ব জন্ম হৈল।
  63. গোড়া কেটে আগায় জল ঢালা।
  64. গোদা পায়ে পাশুলী।
  65. গোদা পায়ের লাথি।
  66. গোপাল সিংহের বেগার।
  67. গোবর গণেশ।
  68. গোবরে পদ্ম ফুল।
  69. গোবরে গন্ধ।
  70. গোবুরে পোকা পদ্ম মধু খেতে চায়।
  71. গোবুরে পোকা, প্রদীপ নিবাইবার আঁধি।
  72. গোয়ালার চোঁয়া, উবুড় করিলেই নাই।
  73. গোলে হরি বোল।
  74. গ্রহণ লাগিলে সকলেই দেখে।
  75. গ্রহণের চাঁদ।
  76. গৃহস্থ বলে আলুনি খেলাম।
    ছাগল বলে প্রাণে মোলাম॥
  77. গৃহস্থে অলক্ষ্মী পায়।
    চাউল কুটে পিঠে খায়॥
  78. গৃহিণী ভাত পায়না। কুত্তা লাড়ে ঘাড়।