বনবাণী/নটরাজ-ঋতুরঙ্গশালা/দীপালি
দীপালি
গান
হিমের রাতে ঐ গগনের
দীপগুলিরে
হেমন্তিকা করল গােপন
আঁচল ঘিরে।
ঘরে ঘরে ডাক পাঠালাে—
‘দীপালিকায় জ্বালাও আলাে,
জ্বালাও আলাে, আপন আলাে,
সাজাও আলােয় ধরিত্রীরে।’
শূন্য এখন ফুলের বাগান,
দোয়েল কোকিল গাহে না গান,
কাশ ঝরে যায় নদীর তীরে।
যাক্ অবসাদ বিষাদ কালাে,
দীপালিকায় জ্বালাও আলাে,
জ্বালাও আলাে, আপন আলাে,
শুনাও আলাের জয়বাণীরে।
দেব্তারা আজ আছে চেয়ে—
জাগাে ধরার ছেলে মেয়ে,
আলােয় জাগাও যামিনীরে।
এল আঁধার, দিন ফুরালাে,
দীপালিকায় জ্বালাও আলাে,
জ্বালাও আলাে, আপন আলাে,
জয় করো এই তামসীরে।