বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/ইউরোপে প্রত্যাবর্ত্তন

ইউরোপে প্রত্যাবর্ত্তন।

 পিতৃশ্রাদ্ধের অনুষ্ঠান শেষ করিয়া ১৯৩৫ খ্রষ্টাব্দের ৮ই জানুয়ারি সুভাষচন্দ্র পুনরায় ইউরোপে গমন করেন। ইউরোপে প্রত্যাবর্ত্তন করিবার সঙ্গে সঙ্গেই তিনি এমন একটি রোগে আক্রান্ত হন যে তাঁহার দেহে অস্ত্রোপচার করিবার আবশ্যক হয়। ' সুবিখ্যাত অস্ত্রচিকিৎসক ডাক্তার ড্যানিয়েল এই অস্ত্রোপচার কার্য্য সম্পন্ন করেন। ইহাতে তাঁহার স্বাস্থ্যের প্রভূত উন্নতি হয়। এই সময়ে তিনি ভারতের জাতীয় আন্দোলনের একখানি ইতিহাস (History of the Indian National Movement) লিখিতে আরম্ভ করেন, কিন্তু কঠোর মানসিক পরিশ্রম করিতে অক্ষম হওয়ায় তিনি এই গ্রন্থ শেষ করিতে পারেন নাই। তাঁহার Indian struggle বা ভারতীয় সংগ্রাম নামক অমূল্য গ্রন্থ ইতিপূর্ব্বেই লণ্ডন প্রেস হইতে প্রকাশিত হইয়াছিল, কিন্তু ব্রিটিশ গভর্ণমেণ্ট এই পুস্তক খানির ভারতে আগমন নিষিদ্ধ করিয়াছিলেন।

 অতঃপর সুভাষচন্দ্র ইউরোপের কয়েকটি সভা সমিতিতে যোগদান করিয়া এবং আয়ার্ল্যাণ্ড পরিভ্রমণ করিয়া পুনরায় ভিয়েনায় প্রত্যাবর্ত্তন করেন।