বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/বেঙ্গল নেশনাল কলেজ
বেঙ্গল নেশনাল্ কলেজ
১৯৩১ সালের শেষভাগে সুভাষচন্দ্র কংগ্রেসে যোগ দিলেন। সেই সময়ে মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলন আরম্ভ হইয়াছে। অনেক ব্যবহারজীবী আইন ব্যবসায় পরিত্যাগ করিয়াছেন। ডাক্তারেরা ডাক্তারি ছাড়িতেছেন এবং মহাত্মার আদেশ পালন করিবার জন্য অনেক বিদ্যালয়ের ছাত্র স্কুল কলেজ পরিত্যাগ করিয়াছে। ছাত্রগণের শিক্ষা যাহাতে একেবারে বন্ধ হইয়া না যায়, সেজন্য কংগ্রেস অনেকগুলি জাতীয় বিদ্যালয় (National College) স্থাপন করিতে মনস্থ করিলেন। সুপ্রসিদ্ধ জনপ্রিয় নেতা লালা লাজপত রায় পাঞ্জাবের জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষ হইলেন, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন কলিকাতা জাতীয় বিদ্যালয় পরিচালনার ভার গ্রহণ করিলেন। বিলাত প্রত্যাগত সুভাষচন্দ্রকে জাতীয় বিদ্যালয় পরিচালনা করিবার উপযুক্ত পাত্র মনে করিয়া দেশবন্ধু তাঁহার উপরেই এই কার্য্যের ভার অর্পণ করিলেন।
সুভাষচন্দ্র সিভিল সার্ভিস পরীক্ষার্থীরূপে যখন বিলাতে ছিলেন, তখন তিনি ইউরোপের আন্তর্জ্জাতিক রাজনীতি সম্বন্ধে এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয় সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা অর্জ্জন করিয়াছিলেন। তাঁহার সেই অভিজ্ঞতা এখন দেশের কাজে লাগিল। জাতীয় কলেজের এই নবীন অধ্যক্ষ ছাত্রগণের অন্তরে স্বদেশপ্রেমের বীজ অঙ্কুরিত করিয়া তাহাদিগকে জাতীয় জীবনের উপযোগী করিয়া তুলিতে লাগিলেন।