বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/ভিয়েনায় অবস্থিতি

ভিয়েনায় অবস্থিতি।

 সুভাষ চন্দ্র স্বাস্থ্যলাভের আশায় ভিয়েনা সহরে উপস্থিত হইয়া প্রথমতঃ একটি স্বাস্থ্য-নিবাসে অবস্থান করেন। কংগ্রেসের প্রবীণ নেতা মিঃ বিটলভাই পেটেল চিকিৎসার জন্য ইতিপূর্ব্বে ভিয়েনায় গমন করিয়াছিলেন। শ্রীযুক্ত বসু ভিয়েনায় পৌঁছিবার পরে তাঁহার সহিত সাক্ষাৎ করেন। রাজনৈতিক ব্যাপারে মিষ্টার পেটেল অধিকাংশ বিষয়েই সুভাষ বাবুর সহিত একমত ছিলেন। তিনি সুভাষ বাবুকে সকল বিষয়ে উপযুক্ত মনে করিয়া বিদেশে ভারতের স্বপক্ষে জনমত সংগ্রহের জন্য এবং প্রচার কার্য্যের জন্য তাঁহার নামে এক লক্ষ টাকা উইল করিয়া গিয়াছিলেন। জীবনের শেষদিন পর্য্যন্ত মিঃ পেটেলের সহিত সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তাঁহার মৃত্যু হইলে সুভাষ বাবু তাঁহার শবদেহ ভারতে পাঠাইবার ব্যবস্থা করিয়াছিলেন।