বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/সুভাষচন্দ্রের মৃত্যু সংবাদ

সুভাষচন্দ্রের মৃত্যুসংবাদ

 ১৯৪৫ সালের ২৩শে আগষ্ট তারিখে জাপান নিউজ এজেন্সীর নিকট হইতে বিনা মেঘে বজ্রাঘাতের ন্যায় নেতাজীর মৃত্যুসংবাদ প্রচারিত হয়। তাঁহারা প্রকাশ করেন যে সুভাষচন্দ্র ১৬ই আগষ্ট তারিখে সিঙ্গাপুর হইতে বিমান যোগে টোকিও যাত্রা করেন। ১৮ই আগষ্ট তারিখে বিমান দুর্ঘটনায় তিনি গুরুতর রূপে আহত হন এবং জাপানের এক হাঁসপাতালে মধ্যরাত্রেই তিনি মৃত্যুমুখে পতিত হন।

 হে বঙ্গের অদ্বিতীয় বীর, হে দেশগৌরব সুভাষচন্দ্র! মধ্যাহ্ণ তপনের সমুজ্জ্বল প্রভার ন্যায় তোমার প্রতিভা-রশ্মি সমগ্র জগতে বিকীর্ণ করিয়া সহসা আজ তুমি কোন্ কল্পলোকের অধিবাসী হইয়াছ, জানিনা, কিন্তু যে জন্মভূমির দাসত্ব-শৃঙ্খল মুক্ত করিবার জন্য তুমি জীবন-ব্যাপী দুঃখ কষ্টকে বরণ করিয়া লইয়াছিলে, সেই অনাদৃতা, চিরলাঞ্ছিতা ভারত-মাতা ভূলুণ্ঠিতা হইয়। অশ্রু—সজল নেত্রে এখনও তোমারই আশা-পথ চাহিয়া আছে। ঐ শোন—পরাধীন ভারতের চল্লিশ কোটী নরনারী রণক্ষেত্রশায়ী মোহনলালের ভাষায় তোমারই উদ্দেশে করুণ কণ্ঠে গাহিতেছে —

তুমি অস্তাচলে দেব! করিলে গমন,
আসিবে ভারতে চির বিষাদ-রজনী।