বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/হিটলারের সহিত সাক্ষাৎ

হিটলারের বক্তৃতা

 নবগঠিত আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজ দৃষ্টে হিটলার যে বক্তৃতা করেন তাহার সারাংশ নিম্নে প্রদত্ত হইল—

প্রিয় জার্ম্মাণ সৈনিকগণ এবং স্বাধীন ভারতীয় সৈনিকগণ!

 Free India State বা স্বাধীন ভারতের অস্থায়ী অধিনায়ক মহামান্য হের সুভাষচন্দ্র বসুকে (Herr Subhas Chandra Bose—His Excellency the Provisional Head of the Free India State) আজ আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাইতেছি। যে সকল স্বাধীন ভারতবাসী তাঁহাদের দেশমাতৃকাকে ভালবাসেন, এবং তাঁহাকে দাসত্ব-শৃঙ্খল হইতে মুক্ত করিতে চান, তাঁহাদিগকে প্রকৃতপথে চালিত করিবার জন্যই সুভাষবাবু এখানে আসিয়াছেন। এই সৈন্যগণ যখন বর্ত্তমানে স্বাধীন দেশের অন্তর্ভুক্ত, তখন তাহাদিগকে উপদেশ বা পরামর্শ দিতে যাওয়া আমার পক্ষে অসঙ্গত হইবে। আজ হইতে তাঁহারা তাঁহাদের এই শ্রদ্ধেয় এবং সম্ভ্রান্ত অধিনায়কের আদেশ সততভাবে পালন করিবেন সে বিষয়ে আমার অণুমাত্র সন্দেহ নাই। জার্ম্মাণ সৈনিক এবং নাগরিকগণকেও একটি কথা স্মরণ রাখিতে হইবে। তোমাদের অধিনায়ক যেমন এখানকার ৮ কোটী লোকের স্বার্থ রক্ষা করিতে প্রতিশ্রুত হইয়াছেন, সেইরূপ হের বসুও ভারতের ৪০ কোটী লোকের স্বার্থ ও অধিকার রক্ষা করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছেন। সুতরাং তোমরা আমার প্রতি যেরূপ সম্মান ও সহানুভূতি প্রদর্শন করিয়া থাক, আজ হইতে তাঁহার প্রতিও সেইরূপ সম্মান ও সহানুভূতি প্রদর্শন করিবে।

 ফিল্‌ডমার্শাল রোমেল একবার আজাদ হিন্দ ফৌজের শিবিরে গিয়া এই নূতন ভারতীয় বাহিনীকে দেখিয়া মন্তব্য করিয়াছিলেন—এই বাহিনীর খাদ্য, পোষাক, ভাষা এবং আকৃতিগত এমন কোন পার্থক্য দেখা যায় নাই, যাহাদ্বারা ইহাদিগকে হিন্দু বা মুসলমান বলিয়া পৃথক করিতে পারা যায়।