বিদায়-আরতি/জলচর-ক্লাবের জলসা-রঙ্গ

জলচর-ক্লাবের জল্‌সা-রঙ্গ

(সুর—“ধনধান্য-পুষ্পে ভরা”)

রঙ বেরঙের সঙের বাসা
আমাদের এই শহর খাসা,
তাহার মাঝে আছে ক্লাব এক
সকল ক্লাবের সেরা,
পুকুর-জলে তৈরী সে যে
ঝাঁজির জলে ঘেরা।
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি,
কাৎলা-চিতল কাঁক্‌ড়া-কাছিম
ব্যাঙের বিহার-ভূমি!!

কোথায় এমন দলে দলে
হামাগুড়ি দ্যায় রে জলে,
কোথায় মানুষ যায় ভিড়ে, ভাই,
জলচরের ঝাঁকে,
(তারা)  ভূঁড়ির বয়ায় ভর দিয়ে সব
বেবাক ভেসে থাকে।
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকে তুমি,
শুশুক-জলহস্তী-হোয়েল
হিপোর মল্লভূমি!!

কাদের জলঝম্প হেরে
মৎস্য ভাগে লম্ফ মেরে,
ব্যাঙের কড়র্‌ কড়র্‌ ধ্বনি
কণ্ঠেতে মুল্‌তুবি,
(যেন)  মর্তে জগঝম্প বাজে
আকাশে দুন্দুভি!
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি,
উল্লাসে প্রফুল্ল এ যে
হুল্লোড়েরি ভূমি!
হাঁস্‌-সাঁতার আর নেটিভ ডাইভ
কোথায় এমন করে থ্রাইভ,
সাঁতার-বাজের মডেল্‌ কোথায়
মাইল্‌-মারী ষ্টাইল,
(কোথা)  সাব-মেরিনের বহর দেখে
বোম্বেটে সব কাহিল।
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি,
মাছরাঙা পান্‌কৌটি সারস
বকের বিলাস-ভূমি!!


দুধে-দাঁত আর পক্ক কেশী
কোথায় সবাই এক-বয়েসী,
হে ক্লাব!  তোমার তক্তা-ঘাটায়
বাঁধা মোদের টিকি,

(আমরা)  তোমার সেবায় তাই তো ঢালি
ডজন্‌ ডজন্‌ সিকি!
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকে তুমি,
গুগলি শামুক চিংড়ি এবং
মোদের আরাম-ভূমি!!