শিব সঙ্গীত।

কর্ণাটি—একতাল।

তাথেইয়া তাথেইয়া নাচে ভোলা,[১]
বোম্ বব বাজে গাল।
ডিমি ডিমি ডিমি ডমরু বাজে দুলিছে কপাল মাল।
গরজে গঙ্গা জটামাঝে, উগরে অনল ত্রিশূল রাজে,
ধক্ ধক্ ধক্ মৌলিবন্ধ জ্বলে শশাঙ্কভাল।

  1. ২য় লাইন———নমো নমো প্রভু বাক্য মনাতীত
    মনবচনৈকাধার,
    জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর
    তুমি তমভঞ্জনহার।
    ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ,
    গাইছে ছন্দ ভকতবৃন্দ, আরতি তোমার।
    আপাততঃ এই পর্যন্ত পাওয়া গেল।