বীরবাণী অন্য সংস্করণ দেখুন


বীরবাণী।



স্বামী বিবেকানন্দ

বিরচিত।

কলিকাতা বিবেকানন্দ সোসাইটী

দ্বারা প্রকাশিত।

সন ১৩১২





PRINTED BY G. C. NEOGI,

NABABIBHAKAR PRESS

CALCUTTA

ভূমিকা।

 সাধারণের নিকট প্রকাশ যে স্বামী বিবেকানন্দ একজন বিদ্বান, বহুদর্শী, অদ্বিতীয় বক্তা, দেশহিতৈষী, স্বার্থত্যাগী, সমাধিযুক্ত সন্ন্যাসী। কিন্তু তিনি যে একজন উচ্চশ্রেণীর কবি ছিলেন, এবং তাঁহার হাদয়কেন্দ্রস্থিত স্বদেশানুরাগই যে তাঁহার কবিত্বের উদ্বোধনী শক্তি সে পরিচয় বীরবাণীর কবিতা গুলিতে পাওয়া যায়। বীরবাণীর দ্বিতীয় মুদ্রঙ্কণের প্রয়োজন দেখিয়া বুঝা যায় যে স্বামীজির সেই ভাবটী ধীরে ধীরে সাধারণের হৃদয়ঙ্গম হইতেছে।

কলিকাতা
বিবেকানন্দ সোসাইটী
সন ১৩১২

এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।