বীরবাণী (১৯০৫)/শ্রীকৃষ্ণ সঙ্গীত

শ্রীকৃষ্ণ সঙ্গীত।

মুলতান—ঢিমা তৃতালী।

মুঝে বারি বনয়ারী সেঁইয়া
যানেকো দে।
যানেকো দেরে সেঁইয়া
যানেকো দে (আজু ভালা)
মেরা বনয়ারী, বাঁদি তুহারি
ছোড়ে চতুরারি সেঁইয়া
যানেকো দে (আজু ভালা)
(মোরে সেঁইয়া)
যমুনাকি নীরে, ভরোঁ গাগরিয়া
জোরে কহত সেঁইয়া
যানেকো দে।

খাম্বাজ—চৌতাল।

এক, রূপ-অরূপ-নাম-বরণ-অতীত-আগামী-কাল-হীন
দেশহীন সর্ব্বহীন নেতি নেতি বিরাম যথায়॥[১]
সেথা হতে বহে কারণ ধারা,
ধরিয়ে বাসনা বেশ উজালা,

গরজি গরজি উঠে তার বারি,
অহমহমিতি সর্ব্বক্ষণ।
সে অপার ইচ্ছা সাগর মাঝে,
অযুত অনন্ত তরঙ্গ রাজে,
কতই রূপ কতই শকতি,
কত গতি স্থিতি কে করে গণন॥
কোটি চন্দ্র কোটি তপন
লভিয়ে সেই সাগরে জনম
মহাঘোর রোলে ছাইল গগন
করি দশদিক জ্যোতিঃ মগন॥
তাহে ওঠে কত জড় জীব প্রাণী
জরাা ব্যাধি দুঃখ জনম মরণ,
সেই সূর্য্য তারি কিরণ, যেই সূর্য্য সেই কিরণ॥


  1. তিনি এক, তিনি সাকার নিরাকারের পার, নামবর্ণহীন, কালত্রয়ের অতীত, তিনি দেশের অতীত, তিনি সর্ব্বভাবের অতীত, ‘নেতি’ ‘নেতি’ করিয়া যাইতে যাইতে যেখানে অবাক্ হইয়া বিরামলাভ করিতে হয়, তিনি তাহাই।