কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া মাতা ,ফজিলাতুন্নেছা চৌধুরী। লন্ডন প্রবাসি কবি ফাহমিদা ইয়াসমিন এর স্বামী প্রকৌশলী মোঃ ফয়জুল ইসলাম ও আদরের দুই সন্তান ফারহাত ,ফারহান। কবি ফাহমিদা ইয়াসমিন মৌলবীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের পঞ্ছ শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত। দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া। কবি ফাহমিদা ইয়াসমিন কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে । স্বপ্নচারী মন, নীলিমার প্রেম , শংকা ও সময়ের নিষিদ্ধ ধ্বনি।বিদ্রোহী বিক্ষোভ,ফুল ফুটে পাখি উড়ে ছড়া এর, উপন্যাস ডাইরির শেষ পাতা। কবি বাবার সাথেই বিদেশে পথ যাত্রা , পরিবার পরিজন স্বামী সন্তান নিয়ে আছেন। বর্তমানে লন্ডনে চাকরিরত। তিন ভাই তিন বোন এর মধ্যে কবি দ্বিতীয়। বড় ছেলে kings College university তে ফার্মাসিস্ট পরছে । ছোট ছেলে is doing GCSE in Beths Grammar Schoo.

উইকিসংকলন

সম্পাদনা

ধন্যবাদ বেলায়েত ভাই। একটা তালিকা পেলে ভাল হতো সাহিত্যের আর কি কি যোগ করা যায় এই নিয়ে। আমি নিয়মিত উইপিডিয়া পড়ার চেষ্টা করছি। আশা করছি তাড়াতাড়ি সব শিখে নিতে পারবো।— ফাহমিদা ইয়াসমিন (আলাপ) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিসংকলন:বাংলা ভাষায় পাবলিক ডোমেইন লেখা সমূহ এ পাতায় ছোট একটি তালিকা রয়েছে, এ তালিকার কোনো কিছু আপনার সংগ্রহে থাকলে তা উইকিসংকলনে দিতে পারবেন। তবে এ তালিকার বাইরেও আরও অনেক অনেক লেখা রয়ে গেছে। এমন কিছু আপনার নজরে পড়লে তা এ তালিকাতে যোগ করে দেবেন। আশা করি বাংলা ভাষায় উইকির অগ্রতিতে আপনার সহচার্য পাবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৩, ২২ ডিসেম্বর ২০০৯ (UTC)

সঞ্চয়িতা সংক্রান্ত পরামর্শ

সম্পাদনা

সঞ্চয়িতা পৃষ্ঠাটি সমৃদ্ধকরণের জন্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাকে একটি পরামর্শ দিতে চাই। পৃষ্ঠায় সূচিতে দুটির বদলে তিনটি কলাম করুন। প্রথম কলামে ক্রমসংখ্যা, দ্বিতীয়টিতে কাব্যগ্রন্থের নাম, এবং শেষ কলামে কবিতার লিঙ্ক রাখুন। উদাহরণ হিসেবে গীতিগুঞ্জ পৃষ্ঠাটি অনুসরণ করতে পারেন। আমি বর্তমানে এই পৃষ্ঠায় কাজ করছি। এতে আপনার উপস্থাপনা আরও সুন্দর ও আকর্ষণীয় হবে। ধন্যবাদান্তে -- অর্ণব দত্ত ১৯:৪৬, ৮ জানুয়ারি ২০১০ (UTC)