Jayanta(জয়ন্ত) ০৭:০১, ৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

স্ক্যান ও উৎস বিহীন পাতা সম্পাদনা

  উইকিসংকলনে স্বাগতম, আমি Jayantanth। যদিও উইকিসংকলন যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল বা অপসারণ করেছি। কারণ, বিশেষ ব্যতিক্রম ছাড়া উৎসবিহীন পাতা বা স্ক্যান পাতার লিঙ্ক ছাড়া নতুন লেখা ২০১৬ জানুয়ারি থেকে গ্রহণ করা হচ্ছে না। এখানে বর্তমানে শুধু মাত্র স্ক্যান করা বইয়ের পাতা থেকে প্রুফরিড করার মাধ্যমে প্রাপ্ত লেখাকে পরিলেখন করে মূলপাতায় যোগ করা হয় । তাই আপনার যুক্ত করা পাতার উৎস হিসাবে কোনো স্ক্যান পাতা লিঙ্ক না করা থাকলে, এই উইকিসংকলন থেকে দ্রুত অপসারণ করা হয়ে থাকে । আপনি যদি মনে করেন যে, আপনার করা কাজটি বাতিল করা সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! Jayanta(জয়ন্ত) ০৭:০২, ৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বাতিলকৃত পাতা সম্পর্কে আলোচনা সম্পাদনা

আমি যে পাতা তৈরি করি সেগুলা স্ক্যান করা... কিন্তু বুঝছি না, কেন বাতিল করা হচ্ছে? মোঃ তাফসীর কবীর তনিব (আলাপ) ০৭:০৯, ৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

স্ক্যান করা বইকে আপনাকে প্রথমে এখানে বা কমন্সে আপলোড করতে হবে । যদি অবিলম্বে আপলোড করে থাকেন , তাহলে স্ক্যান পাতার লিঙ্কটা দেবেন ? ধন্যবাদ । Jayanta(জয়ন্ত) ০৯:৫৫, ৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন