ব্রজাঙ্গনা কাব্য (১৮৬৪)/৮
(পৃ. ১৮-২০)
৮
(কুসুম।)
১
কেনে এত ফুল তুলিলি, স্বজনি—
ভরিয়া ডালা?
মেঘাবৃত হলে, পরে কি রজনী
তারার মালা?
আর কি যতনে, কুসুম রতনে
ব্রজের বালা?
২
আর কি পরিবে কভু ফুলহার
ব্রজকামিনী?
কেনে লাে হরিলি ভূষণ লতার—
বনশােভিনী?
অলি বঁধু তার; কে আছে রাধার—
হতভাগিনী?
৩
হায় লাে দোলাবি, সখি, কার গলে
মালা গাঁথিয়া?
আর কি নাচে লাে তমালের তলে
বনমালিয়া?
প্রেমের পিঞ্জর, ভাঙি পিকবর,—
গেছে উড়িয়া!
আর কি বাজে লো মনােহর বাঁশী
নিকুঞ্জবনে?
ব্রজ সুধানিধি শোভে কি লো হাসি,
ব্রজগগনে?
ব্রজ কুমুদিনী, এবে বিলাপিনী
ব্রজভবনে!
৫
হায় রে যমুনে, কেনেনা ডুবিল
তোমার জলে।
অদয় অক্রূর, যবে সে আইল
ব্রজমণ্ডলে?
ক্রূর দূত হেন, বধিলে না কেন
বলে কি ছলে?
৬
হরিল অধম মম প্রাণ হরি
ব্রজরতন!
ব্রজবনমধু নিল ব্রজ-অরি,
দলি ব্রজবন!
কবি মধু ভণে, পাবে, ব্রজাঙ্গনে,
মধুসূদন!