মানসিংহ/অন্নদার এয়োজাত

অন্নদার এয়োজাত।

 চল চল সব ব্রজকুমারী। তরূতলে গিয়া ভেটি মুরারি॥ রাধা রাধা কয়ে মোহন মন্ত্রে, নিমন্ত্রিল শ্যাম মুরলি যন্ত্রে, করে কুটিল কুলের তন্ত্রে, যাইতে হইল রহিতে নারি। ত্বরা পর সবে করহ সাজ, কি করিবে মিছা ঘরের কাজ, সাজিয়া আইল মদন রাজ, তিলেক রহিতে আরনা পারি। কেহ লহ পড়া পঞ্জর শুয়া, কেহ লহ পাণ কর্পুর গুয়া, কেহলহ গন্ধ চন্দন চুয়া, কেহ লহ পাখা জলের ঝারী। সে মোর নাগর চিকণকালা, তারে সাজে ভাল বকুলমালা, আমি বয়ে লব পুরিয়াথালা, ভারতচন্দ্র বলে বলি হারি॥ ধ্রু॥

 অন্নপূর্ণা পূজা আরম্ভিলা মজুন্দার। চন্দ্রমুখী পাইলেন এয়োজাত ভার। ঘরে ঘরে সাধী দাসী নিমন্ত্রণ দিল। সারি সারি এয়োগণ আসিয়া মিলিল॥ অপর্ণা অপরাজিতা অম্বিকা অমলা। ইন্দ্রাণী ঈশ্বরী ইন্দমখী ইন্দুকলা॥ সুলোচনা সুমিত্রা সুভদ্রা সুলক্ষণা। যশোদা যমুনা জয়া বিজয়া সুমনা॥ রোহিণী রেবতী রামা রম্ভাবতী রুমা। অরুন্ধতী অরুণী উর্ব্বশী উষ্ণা উমা॥ সরস্বতী শুকী শুভী সাবিত্রী শঙ্করী। মহামায়া মোহিনী মাধবী মাহেশ্বরী॥ তিলোত্তমা তরু তারা ত্রিপূরা তারিণী। কমলা কল্যাণী কৃষ্ণী কালিন্দী কামিনী॥ কৌষিকী কৌশল্যা কালী কিশোরী কুমারী। রাজেশ্বরী ব্রজেশ্বরী শিবেশ্বরী সারী॥ হৈমবতী হরিপ্রিয়া হীরা হারাবতী। পরশী পরমা পদ্মা পরাণী পার্ব্বতী॥ ভাগ্যবতী ভগবতী ভৈরবী ভবানী। রুক্‌মিণী রাধিকা রাণী রমণী রুদ্রাণী। শারদা সুশীলা শামী সুমতি সর্ব্বাণী। বিশালাক্ষী বিনোদিনী বিশ্বেশ্বরী বাণী॥ ললিতা ললনা লক্ষ্মী লীলা লজ্জাবতী। খেমী হেমী চাঁদরাণী সূর্য্যরাণী সতী॥ সোনা রূপা পলা মুক্তীমাণিকী রতনী। মলিকা মালতী চাঁপী ফুলী মূলী ধনী॥ গৌরী গঙ্গা গুণবতী গোপালী গান্ধারী। নিমী তেকী ছকী লকী হেলী ফেলী বারী॥ বিধুমুখী শীধু সাধূ শচী মন্দোদরী। সীতা রামা সত্যভামা মদন মুঞ্জরী॥ সোহাগী সম্পতি শান্তি সয়া সুরধনী। কুঞ্জী কাত্যায়নী কুম্ভী কুড়ানী করুণী॥ দুলালী দ্রৌপদী দুর্গা দয়াময়ী দেবী। ভারতী ভুবনেশ্বরী টিকা টুনী টিকী॥ নারায়ণী নয়নীনর্ম্মদা নন্দরাণী। জয়ন্তী জাহ্নবী জুতী জিতী জাদু জানি॥ কুশলী কনকলতা কুচিলা কাঞ্চনী। অন্নপূর্ণা অভয়া অহল্যা অকিঞ্চনী। আনন্দী আমোদী অম্বী আতুলী আদুরী। সাতা ষাঠী সুধামুখী সর্ব্বশী সুন্দরী॥ চিত্রলেখা মনোরমা মসী মেনবতী। শ্রীমতী নলিনী নীলা ভূতি ভানুমতী॥ শশিমুখী সত্যবতী সুখী সুরেশ্বরী। মধুমতী মায়া দময়ন্তী পারী পরী॥ বিষ্ণপ্রিয়া বিদ্যা বৃন্দা মুদিতা মঙ্গলী। মেনকা কেকয়ী চন্দ্রমুখী চন্দ্রাবলী॥ কার কোলে ছেলে কার ছেলে চলে যায়। কার ছেলে কান্দে কার ছেলে মারি খায়॥ বুড়া আধবুড়া যুবা নবোঢ়া গর্ভিণী। ঘন বাজে ঘুনু ঘুনু কঙ্কণ কিঙ্কিণী॥ কেহ ডাকে এস সই চল সেঙ্গাতিনী। ঠাকুরাণী ঠাকুরঝী নাতিনী মিতিনী॥ বড় মেজ সেজ ছোট নবহু বলিয়া। শাশুড়ী দিছেন ডাক পথে দাঁড়াইয়া॥ কেহ বলে রৈও রৈও পরি আসি শাড়ী। কেহ কান্দে কাপড় থাকিল ধোবাবাড়ী॥ কার বেণী কার খোঁপা কার এলোচুল। কুলি কুলি কলরব শুনি কুলকুল॥ চন্দ্রমুখী কৈলা এয়োজাতের ব্যাপার। দেখিয়া সানন্দ ভরানন্দ মজুন্দার॥ তার মধ্যে কতগুলি কুমারী লইয়া। করিলা কুমারী পূজা বাস ভূষা দিয়া॥ সবাকারে দিলা তৈল সিন্দুর চিরণী। কুতুহলে কোলাহল হুলু হুলুধ্বনি। নিজ বাসে গেলা সবে করি প্রণিপাত। রচিলা ভারত অন্নদার এয়োজাত॥