মানসিংহ/গঙ্গা বর্ণন
গঙ্গা বর্ণন।
দাসু বাসু কর অবধান। যেই দেব নিরঞ্জন, চিৎস্বরূপী জনার্দ্দন, এই গঙ্গা সেই ভগবান। মহাদেব এক কালে, পঞ্চম খে পঞ্চতালে, গীতে তুষ্ট কৈলা ভগবানে। নারায়ণ দ্রব হৈলা, বিধি কমণ্ডলে লৈলা, বেদব্যাস বর্ণিলা পুরাণে॥ তার কত দিন পরে, বলি ছলিবার তরে, নারায়ণ বামন হইলা। ত্রিপাদ ঘরণী লয়ে, ত্রিবিক্রম রূপ হয়ে, একপদে স্বর্গ আচ্ছাদিলা॥ বিধি সেই পদতলে, পাদ্যদিলা সেইজলে, শিব দিলা জটাজুটে যে বিমল চপলভঙ্গা, সেই জল এই গঙ্গা, এই হেতু বিষ্ণু পদী নাম ত্রিলোকে ত্রিলোক তারা, তিনি হৈলা তিনধারা, স্বর্গ মর্ত্য পাতাল বিশ্রাম। স্বর্গে মন্দাকিনী মন্দা, ভূতলে অলকনন্দা, পাতালেতে ভোগবতী নাম॥ ইনি সে অলকনন্দা, নর লোকে মহানন্দা, ইহাঁরে আনিল ভগীরথ। সগরসন্তান যত, ব্রহ্মশাপে ছিল হত, এই গঙ্গা দিলা মুক্তি পথ॥ শিবজটা মুক্ত হয়ে, ভাগীরথী নাম লয়ে, এথা আসি ত্রিবেণী হইলা। সরস্বতী যমুনারে, মিলাইয়া দুই ধারে, মধ্য ভাগে আপনি রহিলা॥ ভগীরথে লয়ে সঙ্গে, বারাণসী দেখি রঙ্গে, যান গঙ্গা দক্ষিণের বাটে। জহ্নুমুনি পিয়াছিল, কাণে উগারিয়া দিল, জাহ্নবী হইলা জহ্নু ঘাটে॥ রাজা ভগীরথ রায়, আগে২ নাচি যায়, সাধু সাধু কহে দেবগণ। পূর্ব্বে গেলা পদ্মা হয়ে, ভাগীরথী নাম লয়ে মোর দেশে দিলা দরশন॥ গিরিয়া মোহনা দিয়া, অগ্রদ্বীপ নিরখিয়া, নবদ্বীপে পশ্চিম বাহিনী। পুনশ্চ ত্রিবেণী হৈলা, দক্ষিণ প্রয়াগ কৈলা, ত্রিবেণীতে ত্রিলোকতারিণী॥ শতমুখী রূপ ধরি, সাগর সঙ্গম করি, মুক্ত কৈলা সগর সন্তানে। বেদ যার বিজ্ঞ নহে, কে তার মহিমা কহে, ভারত কি কবে কিবা জানে॥