মানসিংহ/পতি লয়ে দুই সতিনের বঙ্গোক্তি
পতি লয়ে দুই সতিনের ব্যঙ্গোক্তি।
কি হেরিনু অপরূপ রূপের বাজার। রাধা
চন্দ্রাবলী বলে গোবিন্দ সাজার॥ রাধা
পীতধড়া ধরে, চন্দ্রাবলী ধরে করে চৌদি-
গে বেড়িয়া গোপী ষোড়শ হাজার। কে-
হবা মোড়য়ে অঙ্গ, কেহ করে ভুরুভঙ্গ,
হাব অনুভবে ভাব কহে যেবা যার॥ সক-
লে সমান ভাব, সকলে সমান হাব, বিশ্ব-
পতি শ্যামরায় কহে কেবা কার। সব
গোপী এক সাতে, লুটিলেক গোপীনাথে,
ভারত দোহাই দেয় মদন রাজার॥ ধ্রু॥
মাধবী বচনে পদ্মমুখী ত্বরান্বিতা। দেহুড়ীর কাছে গিয়া হৈল উপনীতা॥ গলায় অঞ্চল দিয়া কৈলা নমস্কার। আঁখিঠারে সম্ভাষ করিলা মজুন্দার। পদ্মমুখী তুষ্ট হৈলা ইসারা পাইয়া। হাসিয়া কহেন প্রভু কেন দাঁড়াইয়া॥ বড় দিদী দাঁড়াইয়া কেন দুঃখ পান। উচিত যে উহারি মন্দিরে আগে যান॥ মজুন্দার বুঝিলেন পদ্মামুখী ধীরা। দুজনে সমুখে করি দাড়াইলা ফিরা॥ দুসতিনে কন্দল নহিলে রস নহে। দোষ গুণ বুঝা চাই কে কেমন কহে॥ রসিকের স্থানে হয় রসের বিস্তার। সাধী মাধী দুজনে কহিলা মজুন্দার॥ দুজনার ঘরে গিয়া দুইজনা থাক। ডাকাডাকি না কর সহিতে নারি ডাক॥ কামের করাতে ভাগ করি কলেবরে। সম ভাবে রব গিয়া দুজনার ঘরে॥ দুটায় মরিস কেন ডাকাডাকি করি। তারি কাছে আগে যাব যে লইবে ধরি॥ এত শুনি সাধী মাধী অন্তর হইল। দুজনার ঘরে গিয়া দুজনা রহিল॥ পদ্মমুখী কহে ভাল আজ্ঞা দিলা স্বামী। ধরি লৈতে তোমারেত না পারিব আমি॥ বড়দিদী বড় সুয়া সবকালে বড়। ধরি লৈতে উনি বিনা কেবা হবে দড়। চন্দ্রমুখী কন বুঝি ব্যঙ্গ কৈলা বড়। দড় ছিনু যখন তখনি ছিনু দড়॥ তিন ছেলে কোলে আর দড় হব কবে। আটে পীঠে দড় যেই সেই দড় হবে। দড় বেলা ফিরিয়াছি কত ঠাট করি। ধরিতে না হৈত প্রভু আনিতেন ধরি॥ এখন ধরিতে চাহি ধরা দিলে পারি। ধরাধরি যার সঙ্গে ধরাধরি তারি॥ তোমার যৌবন আছে তুমি আছ সুয়া। হারায়ে যৌবন আমি হইয়াছি দুয়া॥ সুয়া যদি নিম দেয় সেহ হয় চিনি। দুয়া যদি চিনি দেয় নিম হন তিনি॥ চন্দ্রমুখী কথায় বুঝিয়া আবিষ্কার। ধূর্ত্তপনা করিয়া কহেন মজুন্দার॥ চন্দ্রমুখী তব মুখ চন্দ্রের উদয়। পদ্মমুখী পদ্মমুখ প্রকাশ কি হয়॥ ক্ষণেক বদন চন্দ্র ঢাকহ অম্বরে। শুন দেখি পদ্ম মুখী উত্তর কি করে॥ চন্দ্রমুখী কহে প্রভু গিয়াছে সে দিন। এখন পদ্মেরে দেখে চন্দ্রমা মলিন॥ মজুন্দার কন প্রিয়ে এমন কি হয়। চন্দ্র পদ্মে যে সম্বন্ধ কভু মিথ্যা নয়॥ হাসি চন্দ্রমুখী মুখে ঝাপিলা অম্বর। পদ্মমুখী মুখপদ্মে হৈলা মধুকর। ভারত কহিছে ধন্য ধূর্ত্ত মজুন্দার। সমান রাখিলা মান জ্যেষ্ঠা কনিষ্ঠার॥