মানসিংহ/মাধীকৃত সাধীর নিন্দা

মাধীকৃত সাধীর নিন্দা।

 কি কর চল তাড়াতাড়ি। গো ছোট মা। তোমার নাম কয়ে, ঠকুরে আনু লয়ে, বড় মা করে কাড়াকাড়ি॥ সে যদি আগে লৈল, সেইত রাণী হৈল, তবেত বড় বাড়াবাড়ি। সে পতিলয়ে রবে, তুমি পাইবে কবে, ঘুচিল শেজি পাড়া পাড়ি। ভুলিয়া তার ভাবে, পতি না তোরে চাবে, কথাওহবে ভাঁড়াভাঁড়ি॥ রান্ধিয়া দিবে ভাত, ফেলাবে আঁটুপাত, ঘুচিল হাত নাড়ানাডি। সাধী হারাম জাদি, এখনি হইল বাদী, করিতে চায় ছাড়াছাড়ি॥ সাধী যে কথা কৈল, মোরে সে শেল রৈল, দিয়াছি খুব ঝাড়াঝাড়ি॥ করিনু যত তন্ত্র, পড়িনু যত মন্ত্র, কন্দলে গেল মাড়া মাড়ি। ঠাকুরে ভুলাইব, তোমারে আনি দিব, আনিয়া গাছ সাঁড়াসাঁড়ি। দু সতিনের ঘর, পতিরে ঘুচে ডর, কন্দলে হয় বাড়াবাড়ি। দুজনে দ্বন্দ্ব করে দাসী আনন্দে চরে, ভারত কহে আড়াআড়ি॥