রামায়ণ কথন।

 দাসু বাসু শুন মন দিয়া। বাল্মীকিপুরাণ মত, রামের চরিত যত, সঙ্খেপে কহিব বিবরিয়া॥ এই দেশে মহারথ, ছিলা রাজা দশরথ, সূর্য্যবংশে সূর্য্যের সমান। কৌশল্যা প্রথম নারী, কেকয়ী দ্বিতীয়া তারি, তৃতীয়া সুমিত্রা অভিধান॥ হরি চারি অংশ লয়ে, চরুভাগে ভাগ হয়ে, তিন গর্ভে হৈলা চারিজন। কৌশল্যা প্রসবে রাম, কেকয়ী ভরত নাম, সুমিত্রা লক্ষ্মণ শত্রুঘন। লক্ষ্মী মিথিলায় গিয়া, যজ্ঞকুণ্ডে জনমিয়া, জনকের সুতা সীতা হৈলা। সীতাপতি রামে জানি, জনক পরম জ্ঞানি, হরধনুর্ভঙ্গ পণ কৈলা॥ বিশ্বামিত্র যজ্ঞকরে, যজ্ঞ রাখিবার তরে, রাম লক্ষ্মণেরে গেলা লয়ে। শ্রীরামের একশরে, তাড়কা রাক্ষসী মরে, মারীচ পলায় দ্রুত হয়ে॥ যজ্ঞরাখি প্রভুরাম, দিয়া জনকের ধাম, ধনুভাঙ্গি সীতা বিয়া কৈলা। অযোধ্যা যাইতে রঙ্গে, পরশুরামের সঙ্গে, পথে রণে রাম জয়ী হৈলা॥ ঘরে এল সীতারাম, সিদ্ধি হৈল মনস্কাম, দশরথ রাজ্যদিতে চায়। কেকয়ী হইলবাম, বনবাসে গেলা রাম, শোকে দশরথ ছাড়েকায় জানকী লক্ষ্মণে লয়ে, রাম যান দ্রুত হয়ে, গুহক চণ্ডালে কৈলা সখা। শ্রীরাম দণ্ডকবাসী, তথা উত্তরিলা আসি, রাবণ ভগিনী শূর্পণখা॥ রামেরে ভজিতে চায়, সীতারে লঙ্ঘিতে যায়, লক্ষ্মণ কাটিলা নাক তার। সেই হেতু রামশরে, খর দূষণাদি মরে, শূর্পণখা করে হাহাকার॥ শুনি শূর্পণখা মুখে, রাবণ মনের দুখে বনে গেল মারীচে লইয়া। মায়ামৃগরূপ হয়ে, মারীচ রামেরে লয়ে, দূরে গেল মায়া প্রকাশিয়া॥ রামবাণে হত হয়ে, হায় রে লক্ষ্মণ কয়ে, মায়ামৃগ মারীচ মরিল। লক্ষ্মণ সীতার বোলে, তথা গেলা উত্তরোলে, সীতা হরি রাবণ লইল॥ রাম মায়ামৃগ নাশি, লক্ষ্মণ সহিত আসি, পর্ণশালে না দেখিয়া সীতা। সীতার উদ্দেশে যান, পথে মিলে হনূমান, সুগ্রীব বানর হৈল মিতা॥ সুগ্রীবের পক্ষ হৈলা, সপ্ত তাল ভেদ কৈলা, মহাবলি বালিরে বধিলা। সুগ্রীবেরে রাজ্য দিয়া, হনূমানে পাঠাইয়া, জানকীর সংবাদ জানিলা॥ কপিগণে পাঠাইয়া, শিলা তরু আনাইয়া, সিদ্ধ বাঁধি ভবানী পূজিলা। সিন্ধু পার হৈল রাম, মনে মানি পরিণাম, বিভীষণ আসিয়া মিলিলা॥ অনেক সমর হৈল, কুম্ভকর্ণ আদি মৈল, ইন্দ্রজিত প্রভৃতি মরিল। রাবণ রুষিয়া মনে, যুঝে শ্রীরামের সনে, শক্তিশেলে লক্ষ্মণে বিন্ধিল॥ রাম কন হনূমানে, সে গন্ধমাদন আনে, তাহে ছিল বিশল্যকরণি। পাইয়া তাহার ঘ্রাণ, লক্ষ্মণ পাইলা প্রাণ, দেবগণ করে জয়ধ্বনি॥ রাবণ আইল রণে, রঘুনাথ ক্রোধ মনে, ব্রহ্ম অস্ত্রে তাহারে বধিলা। বিভীষণে দিলা লঙ্কা, ইন্দ্রের ঘুচিল শঙ্কা, পরীক্ষার সীতা উদ্ধারিলা॥ রাক্ষস বানর সঙ্গে, পুষ্পকে চড়িয়া রঙ্গে, রাজা হৈলা অযোধ্যা আসিয়া। সীতা হৈলা গর্ভবতী, লোকবাদে রঘুপতি, বনবাসে দিলা পাঠাইয়া॥ সীতা তপোবনে রৈলা, কুশ লব পুত্র হৈলা, রাম অশ্বমেধ আরম্ভিলা। বাল্মীকির সঙ্গে গিয়া, কুশ লব বিবরিয়া, রামে রামায়ণ শুনাইলা॥ কুশ লব পরিচয়ে, সীতা আনি লিজালয়ে, পরীক্ষা দিবারে পুনঃ চান। সীতা কৈলা ধরা ধ্যান, ধরা কৈলা অধিষ্ঠান, সীতা কৈলা পাতালে প্রয়াণ॥ মুগ্ধ রাম সীতাশোকে, হেনকালে সুরলোকে, যুক্তি করি কাল গেলা তথা। লক্ষণে বর্জ্জিয়া রাম, চলিলা বৈকুণ্ঠ ধাম, ভারতের অসাধ্য সে কথা॥