মুক্তি-পথে/প্রথম অঙ্ক/দ্বিতীয় দৃশ্য
(পৃ. ৯-১০)
দ্বিতীয় দৃশ্য
স্কুল-প্রাঙ্গণ
(বালকদিগের নৃত্য ও গীত)
সনৃত্য সঙ্গীত
(সকলে)
আমরা সবাই বীর—
উন্নত তাই শর।
বিপদ মাঝে ঝাঁঁপিয়ে পড়ি,
বাঘের ঝুঁটি জাপ্টে ধরি,
ঝড় তুফানে ভয় করি নে,
হই না রে অস্থির।
আমরা সবাই বীর।
পথের কাঁটা হেলায় দলি,
সকল বাধা ডিঙিয়ে চলি,
যেথায় দেখি পরের
বিপদ সেথায় করি ভীড়;
আমরা সবাই বীর।
সত্য যাহা আঁকড়ে থাকি,
চাই না যেটা—মিথ্যা, ফাঁঁকি;
যেথায় ন্যায়ের নিশান
ওড়ে সেথায় বাঁঁধি নীড়;
আমরা সবাই বীর।
নতুন মানুষ আমরা গড়ি,
ভণ্ডামি দূর আমরা করি
আমরা রচি নতুন
আলোয় আনন্দ-মন্দির।
আমরা সবাই বীর।