১২
ব্যাকুলতা।
ললিত-ভৈরবী—একতালা।

কৈ কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কুঞ্জে এল কৈ।
প্রাণ নাহি রহে আর প্রাণকৃষ্ণ বই॥
শ্যামের বিরহ শমন সমান
বিরহ-অনলে বাঁচে কি পরাণ,
অবলা সহিব কত গো যাতনা
বলনা বলন ও প্রাণ সই॥
কুঞ্জ-কুটীর যতনে সাজানু
বনফুল তুলি’ মালা যে গাঁথিনু
যামিনী যাপিতে শয়ন রচিনু
প্রাণেশ আইল কৈ॥
বিফল আশা বিফল সকলি
শুকা’ল, ঝরিল কুসুমের কলি,
বল গো সজনি শ্যাম গুণমণি
আইল হেথায় কৈ॥