১১
সব্বময়।
ভৈরবী—ঢ়িমে তেতলা।

কুমতি সুমতি হরি,
তোমারি কৃত।
তোমারি চক্রে চক্রপাণি
ঘুরিতেছি অবিরত।
তুমি যা’ করাও হরি,
তখনই তা আমি করি,
তুমি না করিলে হরি
আমি কি করিতে পারি—
ধর্ম্মাধর্ম্ম, কর্ম্মকর্ম্ম কি জানি অচ্যুত।
হে অব্যয় হে অনন্ত
কে পায় তোমার অন্ত
কৃতান্ত যে শান্ত হয়
স্মরিলে হে জগন্নাথ।
তুমি স্বর্গ, তুমি মর্ত্য, তুমি রসাতল,
(তুমি) ধর্ম্ম অর্থ কাম মোক্ষ চতুর্ব্ব্ররগ ফল,
(তুমি) আচল চলাচল
তোমাতেই সব বিরাজিত।