১০
চিতা ও চিন্তা।
জংলা—একতালা।

সুন্দর সুন্দর প্রকৃতি সুন্দর
সুন্দরে সুন্দর মিশিল রে।
জগত সুন্দর আকাশ সুন্দর
নবমীর চাঁদ সুন্দর রে।
কাল মেঘ আসি’, আবরিল দিশি
পবন হাঁকিল কি তান রে।
হরিল পবন ভামিনীর এক
নবনী-কোমল জীবন রে।
ঝরিল নয়ন বিষাদ মগন
বসিনু তটিনী-তটেতে রে।
প্রিয়া-মুখ-শশী ভাবিতে ভাবিতে
পাগল পারা যে হইনু রে।
সকলি ফুরা’ল স্মৃতি যে রহিল;
যাতনা মর্ম্ম বেদন রে।
ধিকি ধিকি জ্বলে মরমের তলে
চিতা ও চিন্তা অনল রে।