মুরলী/৯
< মুরলী
(পৃ. ৯)
৯
তত্ত্বকথা।
পরজ-মিশ্রিত কীর্ত্তন—একতালা
খাম্বাজ—একতালা।
কে রচিল ব্রহ্মাণ্ড বিশাল—
কি স্বরূপ তাঁ’র কে বলিবে বল!
কত কথা শুনি, করি কাণাকাণি
কেহ বলে ধ’ল কেহ বলে কাল।
তিনি সাকার কি নিরাকার,
কে জানে সে স্বরূপ সমাচার,
সেই সত্য সনাতন পুরুষ কি নারী
কে জানে আমায় বল, বল, বল।
কহ মোরে তাঁ’র কোথায় বসতি,
কখন কি ভাবে কোথা’ তাঁ’র স্থিতি,
জানিতে সে তত্ত্ব চিত ব্যাকুলিত,
চিদানন্দ তিনি বিরাট বিপুল।
কেহ বলে তিনি হ’ন সর্ব্বব্যাপী
জীবে শিব তিনি উদ্ধারেন পাপী
যদি দেখা পাই, সব ভুলে যাই,
অনায়াসে ভেদি ছার মর্ম্মস্থল।