২৩
পরাণ শীতল করহে।
লগ্নী-পাহাড়ী—যৎ

এস হে বঁধূ এস হে।
স্বপনে হারাণ আমার রতন
আঁখি ভরি’ তোমায় দেখি হে
দিবস যে গেল
যামিনী পোহাল
নিশিভোরে তুমি এলে হে—
কত যে যাতনা
তুমি ত জান না
মরমে আমার আছে হে।
আশাপথ চেয়ে
তোমারে স্মরিয়ে
আকুল নয়নে কাঁদি হে—
কোমল চরণ
শীতল পরশে
পরাণ শীতল কর হে।