মুরলী/২৪
< মুরলী
(পৃ. ২৪)
২৪
সোহাগ।
তুক্কী-কীর্ত্তন-একতালা।
মরি মরি কিবা নেহার সুন্দর
যুগল কিশোর কিশোরী;
নবীন নীরদে চমকে চপলা
তুলিয়া ভাবের লহরী।
কুঞ্জ কাননে ফুটিয়াছে ফুল
মধুর সুবাস বিতরি’,
মধু পরিমল মধুর শীতল
বিকাশে মদন-মঞ্জরী।
কুসুম-আসন করিল রচন
যতেক ব্রজের সুন্দরী,
সোহাগ করিয়া বঁধূরে লইয়া
করিল পিরীতি চাতুরী।