৩০
মানস।
মিশ্র বেহাগ-একতালা॥

কেহে নটবর বেশে,
কে রমণী তব পাশে,
মুরলী অধরে মধুর ঝঙ্কারে
রাধা রাধা ব’লে নয়ন ভাসে।
ও রূপ মাধুরী নয়নে নিরখি
আজি মম সফল যুগল আঁখি,
হৃদয় শতদলে যুগলে রাখি
মম নিরন্তর অন্তর হেরিতে মানসে।
চিনেও চিনিতে নারিনু তোমারে
ধরা দিতে তুমি না চাও কা’লে,
ভক্তের ভক্তিতে দাও ধরা অনায়াসে।
সেই ভক্তিকণা দাও কাল সোনা,
ধরিলে হোমারে ঘুচিবে যাতনা,
শ্রীনন্দনন্দন পুরাও এ কামনা
দাও শ্রীচরণ এ অধম দাসে।