মুরলী/৩১
< মুরলী
(পৃ. ৩১)
৩১
নিষেধ।
বেহাগ-কীর্ত্তন—যৎ।
নিঠুর নটবর তাপিত কলেবর
তব অকরুণ শ্রীকর পরশে।
চতুর হে সর সর, আমি দুখে জ্বর জ্বর,
আর সুখ নাহি তব দরশে॥
অঙ্গ অবশ রঙ্গে শিহরে,
সঙ্গ তোমার পুলক বিতরে;
সব তেয়াগিয়া হইনু যে শর
ডুবা’লে তুমি গো কি রসে।
যারে আঁজর জ্বলনে জ্বর জ্বর
সুশীতল নাহি তব হিম কর পরশে।