মেগাস্থেনীসের ভারত-বিবরণ (১৯৪৪)/৪০তম অংশ

আরিয়ান

স্বর্ণখননকারী পিপীলিকা

 মেগাস্থেনীস বলেন যে, পিপীলিকা সম্বন্ধীয় জনশ্রুতি সম্পূর্ণ সত্য। এই পিপীলিকাগুলি স্বর্ণ খনন করে; ইহারা যে স্বর্ণের জন্যই স্বর্ণ খনন করে তাহা নহে, কিন্তু ভূগর্ভে লুক্কায়িত থাকিবার উদ্দেশ্যে মৃত্তিকা খনন করে। যেমন আমাদের দেশের ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকাগুলি ছোট ছোট গর্ত খনন করে; তবে কি না ভারতবর্ষের পিপীলিকাগুলি শৃগাল অপেক্ষাও বৃহৎ বলিয়া স্বীয় স্বীয় আকারের অনুরূপ গহ্বর খনন করিয়া থাকে। কিন্তু মৃত্তিকা স্বর্ণ-মিশ্রিত, ভারতবাসিগণ এই মৃত্তিকা হইতেই স্বর্ণ আহরণ করে।

 [কিন্তু মেগাস্থেনীস কিংবদন্তী মাত্র বর্ণনা করিয়া গিয়াছেন। আমার এবিষয়ে নিশ্চিততর রূপে লিখিবার কিছুই নাই; অতএব আমি স্বেচ্ছাক্রমেই এইখানে পিপীলিকাসম্বন্ধীয় উপাখ্যানের পরিসমাপ্তি করিলাম। ]