—— রাত পোহালো—শুন্‌ছ সখি, দীপ্ত ঊষার মাঙ্গলিক?
লাজুক তারা তাই শুনে কি পালিয়ে গেছে দিগ্বিদিক?

রাত পোহালো—শুন্‌ছ সখি,
দীপ্ত ঊষার মাঙ্গলিক?
লাজুক তারা তাই শুনে কি
পালিয়ে গেছে দিগ্বিদিক!
পূব্ গগনের দেব্-শিকারীর
স্বর্ণ-উজল কিরণ-তীর
প’ড়ল এসে রাজ-প্রাসাদের
মিনার যেথা উচ্চশির॥ ১