স্বপ্নে যেন কণ্ঠ শুনি—
রাত্রি জানি শেষ প্রহর—
পান্‌শালে মোর দৈববাণী—
কর্ণেতে কার্ বাজ্‌ল স্বর!
ব’লছে হেঁকে—ওঠ্‌রে বাছা,
ভরিয়ে নে তোর পোয়ালাটুক,
জীবন-সুরা শুকিয়ে না যায়,
আপশোষে ফের ফাটবে বুক!॥ ২