রুদ্ধ-দুয়ার পান্‌শালাটির
সামনে সে কি হট্টগোল,
ভোরের ডাকে ব’ল্‌ছে কারা
—খোল্‌রে, ওরে দুয়ার খোল্!
কতক্ষণ বা রইব হেথা,
ছুটছে আয়ু ব্যস্ত পায়,
বিদায় নিলে ফিরব না আর—
অন্তহীন যে সেই বিদায়।॥ ৩