কুহক-রাণী আশার পিছে
দিল্‌টা ফিরে সর্ব্বদাই,
স্বপ্ন কারু সত্য বা হয়,
কার্ ভাগে বা উঠ্‌ছে ছাই!
সব ক্ষণিকের—আসল ফাঁকি—
সত্য মিথ্যা কিছুই নয়—
মরুর ’পরে তুষার মত
চিক্‌মিকিয়ে পায় সে লয়।॥ ১৪॥