সাঁঝের ঝোঁকে দেখ্নু সেদিন হাটের মাঝে কুম্ভকার নিঠুর হাতে ঠাস্ছে সে এক পিণ্ড ভিজা মৃত্তিকার। মাটীর ঠোঁটে ফুট্ল বাণী— আওয়াজটা তার বেজায় ক্ষীণ— আস্তে ভায়া আস্তে পেশো, নেহাৎ এ জন ভাগ্যহীন।॥ ৩৬॥