এক লহমা সময় আছে
সর্ব্বনাশের মধ্যে তোর—
ভোগ্-সায়রে ডুব দিয়ে কর্
একটা নিমেষ নেশায় ভোর!
আয়ুর তারা প’ড়ছে খ’সে
মরণ-ঊষার চরণ’পর—
যাত্রা যে কাল্ ক’র্‌তে হবে,
ফুরিয়ে নে সব ত্বরিৎ কর্। ॥ ৩৮