ঊর্দ্ধে, অধে, ভিতর, বাহির, দেখ্ছ যা’ সব মিথ্যা ফাঁক, ক্ষণিক এ সব ছায়ার বাজী পুতুল-নাচের ব্যর্থ জাঁক; পৃথ্বীটা তো মায়ার খেয়াল— সূর্য্য বাতির ফানুস-খোল্— ছায়ার পুতুল আমরা সবাই চৌদিকে তার ক’র্ছি গোল!॥ ৪৬॥