রক্ত অধর এই যে চুমি, পান করি লাল মদির টুক— মিথ্যা এ সব শূন্য স্বপন— আপশোষে তাই ফাট্বে বুক? কাল্টা অসীম শূন্যে ঘোরে, শূন্যে ঘেরা মায়ার জাল— শূন্যে খেলা শেষ ক’রে আজ মিশ্ব না হয় শূন্যে কাল।॥ ৪৭॥