নদীর ধারে ফুট্‌বে যবে,
ফুট্‌বে গোলাপ রঙ্-বাহার—
পান কর’সে কবির সাথে
রক্ত-রাঙা দ্রাক্ষাসার।……
কাল্-সাকীটী পেয়ালা ভ’রে
আস্‌বে যবে সর্ব্বশেষ—
বরণ ক’রো হাস্য মুখে,
বিনা দ্বিধার চিহ্নলেশ। ॥ ৪৮ ॥

—— নদীর ধারে ফুট্‌বে যবে, ফুটবে গোলাপ রঙ-বাহার,
পান কর’সে কবির সাথে রক্ত-রাঙা দ্রাক্ষাসার;
কাল সাকীটি পেয়ালা ভ’রে আসবে যবে সর্ব্বশেষ—
বরণ কোরো হাস্যমুখে বিনা দ্বিধার চিহ্নলেশ।——