ঈরাম্ নিয়ে পালিয়েছে তার গর্ব্ব যা’ সব গুল্-বাহার, জাম্শিয়েদের খাস্-পেয়ালা— কোথায় গো আজ চিহ্ন তার। দ্রাক্ষা বুকে তেমনি তবু জ্ব’লছে আজও চুনীর হার, খুঁজলে না কোন্ মিলবে আজও ফুল-বাগিচা নদীর ধার।॥ ৫॥