দায়ুদ সাথে ফুরিয়েছে আজ সব পুরাতন ছন্দ-ফের, বুলবুলেরি কণ্ঠে শুধু বাজছে ভাষার সাবেক জের। সেই সুরেতে চাইছে সে আজ গোলাপ সখীর বর্ণ লাল— রক্ত-রাঙা দ্রাক্ষাসারে রাঙিয়ে নিতে হলুদ গাল।॥ ৬